২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় সদরপুর উপজেলা পরিষদ দরবার হল কক্ষে “নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানী দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ” প্রতিপাদ্য বিষয়ের ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) সদরপুর কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রম হয়।
সদরপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মোঃ জোবায়ের রহমান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, সদরপুর আবাসিক প্রকৌশলী মোঃ আলীমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদুল মিরাজ, প্রকৌশলী কাজী সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন প্রমুখ।
উপস্থিত বক্তৃব্য প্রতিযোগিতা সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ঘন্ট্যাব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।