২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
মধুখালীফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেছেন, মাদক ও জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। যত বড় শক্তিশালী হোক না কেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে। দেশের প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন সেখানে মাদক জঙ্গীবাদের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না। মাদক জাতিকে ধবংশ করার একটি হাতিয়ার। মাদকের সাথে পুলিশও যদি জড়িত থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে। মঙ্গলবার বিকেলে মধুখালী থানা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি। জেলা পুলিশ সুপার আরও বলেন, মধুখালি একটি শান্তিপূর্ণ থানা বলে আমি ইতিমধ্যে জানতে পেরেছি। আমি বিশ্বাস করি এখানে কোন জঙ্গী তৎপরতা নেই। তবে মাদক ব্যবসার তৎপরতা রয়েছে। আমি বলতে চাই এই ব্যবসার সাথে যদি আমার পুলিশের কোন সখ্যতা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি মাদক ব্যবসা নির্মূলে পুলিশের পাশে জনগণের সহযোগীতা কামনা করছি। কারন রিক্স নিয়ে কেউ মাদক ব্যবসা করবে না। যদি না কেউ তাকে একাজে আশ্বাস না দিয়ে থাকে। অন্যায়ের প্রতিবাদ জানাতে তিনি গণমাধ্যোম কর্মীদের কাছ থেকেও সার্বিক সহযোগীতা কামনা করেন।এসময় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল পাশা, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আমিনুল ইসলাম বাপ্পী, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল শেখ, মুক্তিযোদ্ধা গরিবুল্লাহ, সাংবাদিক শাহজাহান হেলাল প্রমুখ।
পরে ঢাকা-খুলনা মহসড়কের মধুখালীতে চলন্ত গাড়ীতে মাদকবিরোধী স্টিকার লাগিয়ে দেন।