১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের মাসিক আইনশূঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা দূরীকরণে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোতালেব হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সালসহ ইউপি চেয়ারম্যানগনও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির, উপজেলা জামায়ত ইসলামী বাংলাদেশ এর সভাপতি মোঃ দোলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসান।
সভায়, সদরপুর বাজারের সেড ঘরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলার বিভিন্ন মোড়ে সৃষ্ট যানজট দূরীকরণ, মাদক বাল্যবিবাহ বন্ধ, নামজারিতে অতিরিক্ত ফি আদায়, চাঁদাবাজি এবং নিষেধাজ্ঞা সময়ে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা সময়ে ইলিশ শিকার বন্ধ আলোচনা হয়।
সভায় ইউএনও বলেন, অচিরেই প্রতিটি বিষয়ের উপর অভিযান চালানো হবে। অভিযানে সকল কে সার্বিক সাহায্য করার জন্য বলেন।