১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
সদরপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধ দিবসে র্যালী ও আলোচনা সভা
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়ে গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালীবের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
তিন উপস্থিত জনপ্রতিনিধি,সাংবাদিক ও স্থানীয়দের জনসচেতনতা বৃদ্ধিসহ দৈনন্দিন জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, ইউপি চেয়ারম্যান শেখ গোলাম কাউছার, উদ্যোক্তা মোঃ সাব্বির হাসান। এছাড়াও অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক, গ্রাম-পুলিশসহ স্থানীয়রা।