২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় নতুন কারিকুলাম শিক্ষাক্রম বিস্তরন উপলক্ষে শিক্ষকদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী’র সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিুকর রহমান।
আজ বুধবার সকাল ১০টায় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮৩জন শ্রেনী শিক্ষকদের প্রশিক্ষন শুরু হয়। তাদের প্রশিক্ষনে রয়েছে ৩০জন টেইনার। সপ্তাহব্যাপী চলবে এ প্রশিক্ষন কার্যক্রম।
প্রশিক্ষনে অষ্টম ও নবম শ্রেনীর জন্য নতুন শিক্ষা কারিকুলাম বিস্তরন বিষয়ে সাত দিনব্যাপী বিষক ভিত্তিক শ্রেনী শিক্ষকগনের প্রথম পর্যায়ে এ কার্যক্রম ব্যবস্থা।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মাউসি কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, প্রশিক্ষনের কো-অর্ডিনেটর ও মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ জামসেদ আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার নির্মল চন্দ্র মৃধা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ।