১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক.
ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত ওই বৃদ্ধার নাম মোঃ সাত্তার বেপারী(৭০)। সে ঢেউখালী ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মৃত ছয়জদ্দিন বেপারীর পুত্র। অপরদিকে দুর্ঘটনায় থাকা চালক ও সাথে থাকা মোটর সাইকেল আরোহী দু’জন গুরুতর আহত থাকায় তাদের সদরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
জানাযায়, আজ শনিবার (১৬ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিকে আকোটেরচর থেকে সদরপুরের উদ্দেশ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে যাচ্ছিল মোঃ ইমরান বেপারী(২৭)। বাবুরচরের নয়াগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন না করতে পেরে সামনে থেকে আসা ওই বৃদ্ধা কে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। সাথে নিয়ন্ত্রন হারিয়ে তারা দু’জন ও সড়কে পড়ে যায়। ওই সময় এলাকাবাসী তাদের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে থাকা দায়িত্বরত চিকিৎসক ডাঃ গোলাম রাব্বানী ওই বৃদ্ধা কে তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ওই চিকিৎসক জানান, হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গিয়েছেন।
চালক ইমরান বেপারী (২৭) আকোটেরচর ইউনিয়নের ধোনাই বেপারী ডাঙ্গী গ্রামের আজম বেপারীর পুত্র। আরোহী রাজিব বেপারী (২৬) একই ইউনিয়নের লোকমান কাজী ডাঙ্গী গ্রামের আক্কাছ বেপারীর পুত্র।
এ ব্যাপারে সদরপুর থানার ওসি মোঃ মামুন আল রশিদ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।