১২ অক্টোবর ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সাদিয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী আতœহত্যা করেছে। আজ রবিবার দুপুরে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া আক্তার সদরপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। বাবা কারীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাম মৃধা। মাতা রোজিনা আক্তার একই স্কুলের অফিস সহায়ক হিসাবে চাকরী করেন। সাদিয়া পরিবারের দ্বিতীয় সন্তান। ওর নাম মোঃ রাকিব হোসেন। সালাম মৃধার বাড়ি চরবিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামে। আজ এইএসসির ফল প্রকাশের পর ইংরেজী বিষয়ে অকৃতকার্য হয়েছে জেনে ঘরের ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। ওই সময় তার পিতা মাতা স্কুলে ছিলেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদরপুর থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।