৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। নিরাপদ মাতৃত্বের সেবার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মাদ মাহমুদ হাসান খানের সঞ্চালনে আরও উপস্থিত ছিলেন, ডাঃ শুভ্র সরকার, চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসানসহ এফডব্লিউ,ভিজিটর,এফপি,স্বেচ্ছাসেবীরা।