৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে চব্বিশ সালের ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।
আজ বৃহস্পতিবার সদরপুর উপজেলা পরিষদ হল রুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদরপুর উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে ফরিদপুর জেলার কোথাও সহিংসতা,ভোট ডাকাতি,ব্যালট ছিনতাই,কারচুপি কোনো ভাবেই হবে না। ভোটকেন্দ্রের নিরাপত্তা আমরা শতভাগ নিশ্চিত করবো। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের দিন যাহাতে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হন সে ব্যবস্থা করবেন। বাংলাদেশের মধ্যে ফরিদপুরে নিরপেক্ষ ও গ্রহন যোগ্য একটি নির্বাচন উপহার দিবো। সবার দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহব্বান জানান।
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তানিয়া আকতার, অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মামুন আল রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অপরদিকে জেলা প্রশাসক, নারিকেল বাড়ীয়া ইউনিয়নের নদী কেন্দ্রীক স্কুল গুলোতে যাতায়াতের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ট্রলার উপহার দেন জেলা প্রশাসক। এছাড়াও নারিকেল বাড়ীয়া ইউনিয়নে সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয় এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পোষাক,খাবার বক্স বিতরন করেন।