৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
সাব্বির হাসান.সদরপুর.
ফরিদপুরের সদরপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির অপরাধে সদরপুর উপজেলার হাসপাতাল গেইটের ঔষধ ব্যবসায়ী সাহা ফার্মেসীর মালিক গোপাল কৃষ্ণ সাহা কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর হাসপাতাল সড়ক এলাকায় ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
সাহা ফার্মেসী ঔষুধের দোকানে ৮৭ টাকার স্যালাইন ৪৫০টাকা করে বিক্রির বিষয়টি সত্যতা পাওয়ায় ঔষধ প্রতিষ্ঠান কে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসীতে সংরক্ষিত স্যালাইন নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাহা ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানে ৮৭ টাকা মূল্যের স্যালাইন ৪৫০ টাকায় বিক্রির বিষয়টি ফার্মেসীর মালিক স্বীকার করেন। অসাধু ঔষধ সদরপুর উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।