১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
সদরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ
সাব্বির হাসান.
ফরিদপুরের সদরপুর উপজেলার পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়” পাট উৎপাদন কলাকৌশল বিষয়ে আজ বুধবার সকাল ১০টা থেকে থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষন হয়। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫জন পাটচাষী অংশগ্রহন নেন।
সদরপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, প্রভাষনক মোঃ হাসিবুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক পাট অধিদপ্তর ফরিদপুর,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন ।
ছবিঃ সদরপুরে পাটচাষিদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সদরপুর।