৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান.
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে সাত জেলেকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছে সদরপুর উপজেলার ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রায় ৩হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দেয় ভ্রাম্যমান আদালত। রোববার রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী শয়তানখালী এলাকার পদ্মা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান মাহমুদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মৎস কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির। ভ্রাম্যমান আদালতে সহায়তা করে সদরপুর থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারায় তাদের জেল দেওয়া হয়। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান চলবে।