৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
সাব্বির হাসান.সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিদেশ ফেরতদের পুনরেকএীকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উপজেলার বিদেশ ফেরতসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডের সহায়তায় রিইন্ট্রিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে সদরপুর ব্র্যাক মাইগ্রেশন। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, কৃষি কর্মকর্তা নিটুল রয়,যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ গোলাম কাউসার, মোঃ আসলাম বেপারী, ব্র্যাক মাইগ্রেশন জেলা সমন্বয়কারী প্রোগ্রাম মোহাম্মদ সাইদুল্লাহসহ,মোঃ মামুনুর রশীদ, মোঃ সেলিম বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদেশ ফেরত ১০জন ব্যক্তি। বিভিন্ন পর্যায়ের নারী পুরুষ, মসজিদের ইমাম,সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক একটি সীমাবদ্ধতার মধ্যে পুনরেকত্রীকরন কাজ করে থাকে ব্র্যাক মাইগ্রেশন।