৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক.
ফরিদপুরের সদরপুর উপজেলার শারমিন আক্তার টুম্পা (২৫)নামের এক গৃহবধু আত্নহত্যা করেছে। আজ রোববার (১লা অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামে গৃহবধু তার বাবার বাড়িতে বেড়াতে এসে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। ওই গৃহবধু কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের মোশারফ প্রামানিকের কন্যা।
ঘটনার খবর পেয়ে, সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সুকুমার সরকার ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য বিবরনী শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গৃহবধুর সাথে পারিবারিক ভাবে প্রায় ১০বছর পূর্বে একই উপজেলার সদরপুর ইউনিয়নের সতের রশি গ্রামের সামাদ হাওলাদারের পুত্র প্রবাসী মোঃ জাহাঙ্গীরের সাথে বিবাহ হয়। তাদের আট বছরেরর একটি কন্যা সন্তান রয়েছে।
আত্নহত্যা প্রসঙ্গে, পারিবারিক স্বজনদের সাথে কথা হলে আত্নহত্যার ব্যাপারে তারা কোনো কারন খুজে পাচ্ছেনা বলে জানান।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশীদ মুঠোফোনে জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একটি অপমৃত্যু মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।