৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক.
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারের অসাধু পলিথিন ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিন অবাধে বিক্রির দায়ে আজ মঙ্গলবার দুপুরে সদরপুর উপজেলা শহরের বাজারের অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মোঃ আহসান মাহমুদ রাসেল।
ঘন্ট্যাব্যাপী অভিযানে সদরপুর বাজারের ৯টি মুদি দোকানীকে বিক্রয় ও মজুদ রাখার দায়ে ১০০কেজি পলিথিন জব্দ করে ৩০হাজার টাকা জরিমানা দায়ের করে ভ্রাম্যমান আদালত। পরিবেশ সংরক্ষণ আইন সংশোধিত ২০১০(৬)এর খ ধারায় এ জরিমানা দায়ের করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলার পরিদর্শক মোঃ জাহিদ হাসান। অভিযুক্তরা হলেন, শ্যামল সাহা ৭হাজার,আবুল কালাম আজাদ ৫হাজার, মোঃ তারেক ১হাজার, মোঃ রাসেল ১হাজার, মোঃ সোহরাব হোসেন ১৫হাজার, নিপন দাস ১হাজার। অভিযান শেষে নিষিদ্ধ জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরে নিয়ে যাওয়া হয়।