২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক.
ফরিদপুরের সদরপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলার শ্যামপুর-কৃষ্ণপুর মোড়ের জমজম টাওয়ারে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা হয়। সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আঃ রাজ্জাক খান, আব্দুস ছত্তার মিয়া, কে.এম. আবু সাইদ, আবু জাফর, মোঃ শহিদুল ইসলাম, আবুল বাশার, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুল, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আঃ রাজ্জাক, যুবদল নেতা মোল্যা মোঃ সোহেল, ওলামা দলের সভাপতি ডাঃ নোমান ও ছাত্রদল নেতা জাওয়াদ মোল্যা, রুমন মাতুব্বর, তুষার মাহমুদ, মিজানুর রহমান সিনহা, নজরুল ইসলাম প্রমুখ।
সভায় খন্ড খন্ড করে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা যোগ দেয়। নিষেধাজ্ঞার কারনে র্যালি না করে আলোচনা সভা করা হয় বলেও জানান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সভায় বিএনপি নেতারা বলেন, এ সরকার বিএনপিকে ভয় পেয়ে গেছে। জিয়া পরিবারকে মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি রাজপথে আছে থাকবে। আগামীতে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর এজন্য সবাইকে এক হয়ে রাজপথে আন্দোলন করতে হবে।
অপরদিকে উপজেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকে বলেও জানাযায়।