২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত হাটবাজার মনিটরিং এর মাধ্যমে উপজেলার বিভিন্ন হোটেল,রোস্তরা,হাট-বাজারে নকল ও ভেজাল খাদ্যদ্রব্যের উপর নিয়মিত তদারকি করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামিম আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্যসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।