২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মো. সাব্বির হাসান.
ফরিদপুরের সদরপুরে ৯ম শ্রেনীর স্কুল পড়–য়া মোটর সাইকেল আরোহী এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মোটর সাইকেলে থাকা আরেক যাত্রী সাব্বির হোসেন(১২) নামের একজন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদরপুর চরভদ্রাসন সড়কের শ্যামপুরটেক নামকস্থানে মোটর সাইকেল এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম ফয়সাল খান(১৬)। সে চরভদ্রাসন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের আলমগীর খানের পুত্র।
জানা যায়, নিহত ফয়সাল তার আতœীয়’র কুলখানি অনুষ্ঠানের জন্য সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে দুধ ক্রয়ের উদ্দেশ্যে আসে। ক্রয় শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা খুটির সাথে ধাক্কা লেগে ফয়সাল ও সাব্বির গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় তাদের সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ফয়সাল খান কে মৃত ঘোষনা করেন এবং সাব্বির কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার প্রেরণ করে।
এ ঘটনায় সদরপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
অপরদিকে এ ঘটনায় নিহত ফয়সালের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সন্তানের নির্মম আতœীয় স্বজনের কান্নার রোল বইছে।