২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান,সদরপুর.
ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামের রহিম মাতুব্বরের ছেলে মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী চুন্নু মাতুব্বর (৫৫) কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, সদরপুর থানার এস আই ইলিয়াস হোসেন এর নেতৃত্বে সদরপুর থানা পুলিশ সোমাবার রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানার কালিয়ারচর পূর্ব বাজার এলাকা থেকে তাকে অভিযান চালিয়ে আটক করে।
২০১২ সালে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামের নিহত রাশিদা বেগম (২৬) এর ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১, তারিখ ৮/২/২০১২, সদরপুর জি আর-১৬/১২, নারী ও শিশু নির্যাতন দমন- ৯ (৩)/৯ (২)। পরবর্তীতে ফরিদপুর বিজ্ঞ আদালত ওই মামলায় চুন্নু মাতুব্বর কে মৃত্যুদন্ড রায় প্রদান করেন।
ঘটনার বিবরন সম্পর্কে জানাযায়, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী চুন্নু মাতুব্বর প্রতিবেশী হারুন মুন্সির মেয়ে নিহত রাশিদাকে প্রাইভেট পড়ানোর সময় জোরপূর্বক ধর্ষণের পরে হত্যা করে। আদালত থেকে রায় প্রদানের পর থেকেই আসামী চুন্নু মাতুব্বর দীর্ঘদিন পালতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে সমন জারি হলে সদরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করে।
এব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল হাসান জানান, আদালতের সমন পাওয়ার পর থেকেই আসামীকে ধরতে পুলিশের বিভিন্ন সময় অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন আতœগোপনে থাকার পর পুলিশের অভিযানে তাকে আটক করে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।