২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর জেলা কোর কমিটি’র সাথে সদরপুর উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গের সাথে চলমান বিভিন্ন সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা শিল্পকলা মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)। তিনি বলেন, ফরিদপুর জেলার আইনশূঙ্খলা ভালো রাখতে হবে, নাগরিক কে সেবা প্রদান করতে হবে, মাদক বাল্যবিবাহ,আতœহত্যা,অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। এছাড়াও সরকারের নানামুখী উন্নয়নের আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান(পিপিএম)সেবা, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুররহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, র্যাব-১০এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার, জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট নাদিরা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।