২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি শোকর্যালী বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধান সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি তানিয়া আকতার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন। বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।