২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসাবে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১৭০টি পরিবার জায়গাসহ গৃহ পেতে যাচ্ছে।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল আজ সোমবার দুপুরে ১টার দিকে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে এক প্রেসব্রিফিংকালে তিনি এ কথা জানান।
প্রেস ব্রিফিং আরও জানান, আবেদনের ভিত্তিতে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে ১৭০টি গৃহ প্রদান কার্যক্রমের সারাদেশের ন্যায় সদরপুর উপজেলায় নবনির্মিত আশ্রয়ন প্রকল্পের গৃহ হস্তান্তর করা হবে। আগামী ০৯ আগস্ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের কে ২শতাংশ জমির দলিল প্রদান কার্যক্রমের উদ্ধোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের বুধবার সকাল সাড়ে ৯টায় গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন গনমাধ্যম কর্মীরা। উল্লেখ্য, ইতোমধ্যে ৫৪৮ টি ঘর উপজেলায় হস্তান্তর করা হয়েছে।