২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাজা উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ তুহিন গোপন সংবাদের ভিত্তিতে ঠেঙ্গামারী গ্রামের গাজা ব্যবসায়ী মোঃ শফি তালুকদার(৫০)এর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে শফি তালুকদারের খড়ের মাঁচার নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে। শফি তালুকদার ঠেঙ্গামারী গ্রামের মৃত জৈনদ্দিন তালুকদারের পুত্র। এ ব্যপারে সদরপুর থানায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়ের শেষে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশীদ জানান,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।