২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে মৎস্যজীবিসহ নানাশ্রেনীর লোকজনদের অংশগ্রহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সড়ক র্যালী বের হয়। র্যালীশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) তানিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবরেজিষ্ট্রার কর্মকর্তা রাজিয়া সুলনাতান, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।