২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সদরপুর উপজেলা প্রশাসন ও পরিষদ চত্ত্বরের সামনে উপজেলার গণমাধ্যমকর্মীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশের সভাপতিত্ব করেন সাংবাদিক আঃ মজিদ মিয়া। এ সময় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দ্রুত বিচার দাবী করে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ সাব্বির হাসান, এম এম শাহজাহান বাকি মিয়া, কাজী খলিলুর রহমান, মোশারফ হোসেন,শিমুল তালুকদার, সোবাহাত সৈকত,আবুল বাশার, রানা অর্নব, তোফাজ্জেল হোসেন টিটু, লতিফুল হক, নুরুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, তানভীর তুহিন, ইদ্রিস আলী জমাদার,শহীদুল ইসলাম, মোঃ মামুন অর রশীদ, মোঃ জাকির হোসেন, ফরিদুল ইসলাম, প্রভাত কুমার সাহা, কবির হোসেন, রাজীব হোসাইন, মিজানুর রহমান,জাহিদ হাসানসহ উপজেলার বিভিন্ন কর্মরত সাংবাদিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাসহ ইউপি সদস্য মোঃ চুন্নু মোল্যা।