২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের কুমার নদীর প্রান ফিরে পেতে কুমার নদ সংস্কার ও কচুরীপানা অপসারণ কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়। কুমার নদের সংশ্লিষ্ট সদরপুর উপজেলার ভূবনেশ্বর নদীর প্রান ফিরে পেতে ফরিদপুর জেলা প্রশাসনের নির্দেশে আজ শনিবার সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরপুরের ভূবনেশ্বর নদী সংস্কার ও কচুরীপানা অপসারণের কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে সদরপুর উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে উপজেলার বিভিন্ন দপ্ততের লোকজন নিয়ে ভূবনেশ্বর নদী থেকে কচুরীপানা অপসারন কর্মসূচী শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সংস্কার কাজে যোগ দেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তানিয়া আকতার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদারসহ অপসারণে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,ইউপি চেয়ারম্যান,গ্রাম পুলিশ,গণমাধ্যমকর্মী,স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক লোকজন সামিল হন।