৮ জুন ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য বিষয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
আজ সোমবার সকাল ১১টায় কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ উপজেলা ভূমি অফিস চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার,অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, সাবরেজিষ্ট্রার রাজিয়া সুলতানা,
উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,ইউপি চেয়ারম্যান গোলাম কাওসার, মোঃ আসলাম বেপারী,মুক্তিযোদ্ধা আঃ গাফফার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস থেকে হতদরিদ্র ৫টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করে অনলাইনে ই-নামজারি,দালাল প্রতারক থেকে সেবা প্রার্থীদের হয়রানি বিষয়ে সচেতনতা মূলক লিফলেট প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন পথপ্রান্তরে মাইকিং করে সহজভাবে ভূমি সেবা গ্রহনে অনুরোধ জানানো হয়।