৮ জুন ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলার সরকারি কলেজ গেইট এর মেসার্স তাজ এন্টারপ্রাইজে ভয়াবহ অগ্নিকান্ড হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে, সদরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকান্ডের ঘটনায় ২টি হার্ডওয়্যার দোকানের প্রায় ১৫লক্ষ টাকার মালামাল ভূষ্মিভূত হয় বলে জানান দোকানের মালিক মোঃ জাফর হোসেন।
অগ্নিকান্ড প্রসঙ্গে, সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইলিয়াস আলী মোল্যা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসার কারনে বাকি প্রায় ১০টি দোকান আগুনের হাত থেকে রক্ষা করা গেছে।