৮ জুন ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন” দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, গোলাম কাউছার, মোঃ নাসির উদ্দিন সরদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন।