৮ জুন ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারের প্রায় সাত’শ ব্যবসায়ীদের মাঝে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ শাখা থেকে ফরিদপুরের স্পট ডিলিং লাইসেন্স বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ব্যবসায়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে লাইসেন্স বিতরণ করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, সদরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ওসি তদন্ত আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ দত্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসান প্রমুখ।