২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রফিকুল ইসলাম বাচ্চু (৪৬)নামের এক দলিল লেখক চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামের হান্নান শেখের পুত্র শামীম শেখ রমজানের ঈদ উপলক্ষে তার নিকট বেশ কয়েকদিন ধরে চাঁদা দাবী করে আসছেন বলে অভিযোগ করেন দলিল লেখক বাচ্চু।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজ এলাকা হাট-কৃষ্ণপুর বাজারের খালেক তালুকদারের চায়ের দোকানে চা-পান করার সময় শামীম শেখ বাচ্চুর উপর দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম অবস্থায় দোকানে থাকা লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শামীম শেখ কে এলাকায় না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, রফিকুল ইসলাম বাচ্চু বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। আহত বাচ্চু সদরপুর সাব-রেজিষ্ট্রার অফিসের একজন সনদধারী দলিল লেখক।