৮ জুন ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল ৭টায় সদরপুর শহীদদের স্বরণে জাগ্রত সদরপুর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে সদরপুর ষ্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ওসি সুব্রত গোলদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।