২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান.সদরপুর॥
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ন্যাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পঅর্পন করে শিশুদের নিয়ে কেক কর্তন করে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায়,সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা বিধান রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।