২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় কার্ডধারী ১৭টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৩ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমুলক উপকরন সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।