২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
সদরপুর প্রতিনিধি:
“হৃদয়ে কথা বলে” আনন্দ টিভি। দেশের স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় সদরপুর অফিসার্স ক্লাবে আনন্দ টিভির সদরপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলামের আয়োজেন ও উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে
অনুষ্ঠানের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসানসহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।