২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “এসো খেলাধুলা করি, মাদক ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শ্লোগানে স্বাধীনতা কাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুনামের্ন্টের উদ্বোধণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সদরপুর স্টেডিয়াম মাঠে সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান খেলার উদ্বোধণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চরনাছিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে টুর্নামেন্ট শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সাল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার, কৃষি কর্মকর্তা বিধান রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ, ইউপি চেরাম্যান রোকন উদ্দীন মোল্যাসহ অন্যান্যরা। উপজেলার ৯টি ইউনিয়নের স্থানীয় খেলোয়ারবৃন্দ এ খেলায় অংশগ্রহন করে।