২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের স্বরণের মধ্যদিয়ে নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তক অর্পণ করেন। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সকাল ৮টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে নানা শ্রেনী পেশাজীবিদের অংশগ্রহনে প্রভাতফেরী র্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।