১২ অক্টোবর ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। আজ ২ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় কবির মোল্যা কে আটকের প্রতিবাদে বিএনপির সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বলেও জানান পুলিশ। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবী বিএনপির সমর্থকরা ইট,ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশ পাল্টা হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্তনেরে জন্য পুলিশ ৭রাউন্ট রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুব্রত গোলদার জানান, ঘটনার সংবাদ পেয়ে সদরপুর সরকারি কলেজ গেইট এলাকায় যাই। সেখানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করলে বিএনপির কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় চারজন পুলিশ আহত রয়েছে বলে জানান। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। যুবদলের আহব্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যা কে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় ফরিদপুর জেলার সদরপুর-ভাংগা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিণ ভূইয়া ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। এব্যাপারে বিএনপির নেতাদের সাথে মুঠোফোনে যোগাযােগের সম্ভাব হয়নি।