২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলার মাসিক আইনশূঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে কৃষ্ণপুর ইউনিয়ন একটি দাঙ্গা প্রবণ এলাকা। সম্প্রতি একজন স্থানীয় দাঙ্গায় নিহত হন। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি শান্তিপ্রিয় এলাকা প্রতিষ্ঠা করবেন। এছাড়াও সদরপুর উপজেলা শহরের যানজট মুক্ত করার জন্য উপজেলার ইউএনও মোঃ আহসান মাহমুদ রাসেল কে ধন্যবাদ জানান।
সভায় ইউনিয়নে আইন শূঙ্খলা সভা, চুরি ডাকাতি, বাল্যবিবাহ,নারী নির্যাতন, মাদকদ্রব্য, রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল প্রতিরোধ বিষয়ে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারসহ আইনশূঙ্খলা সভার সদস্যরা।
অপরদিকে সভায় সদরপুর থানা থেকে মাসিক প্রতিবেদন সুত্র অনুযায়ী ১টি খুন, ১টি মাদক মামলাসহ অন্যন্য আরও ১৬টি অপরাধ বিষয়ে মামলার আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।