৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
সাব্বির হাসান.সদরপুর.
ফরিদপুরের সদরপুরে মোটর সাইকেল মুখোমুখি সংর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিন’টার দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা থেকে সৌদিয়ান মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আকোটেরচর ইউনিয়নের আলিমদ্দিন বেপারী ডাঙ্গী গ্রামের মোঃ ইউনুছ মাস্টারের পুত্র মোঃ তামিম হাসান(১৭) ও একই ইউনিয়নের হানিফের ডাঙ্গী গ্রামের মোঃ গাফফার কারিকরের পুত্র রিমন(১৮)। এঘটনায় দুটি পরিবারে বইছে শোকের মাতম।
স্থানীয় সুত্রে জানা গেছে, তামিম তার মোটর সাইকেল নিয়ে সৌদিয়ান মসজিদ মোড় এলাকা দিয়ে চরভদ্রাসনের দিকে যাবার সময় বিপরীত চরভদ্রাসন দিক থেকে আসা রিমনের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম এবং ব্যবহৃত মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় জনতা রিমন কে গুরুতর অবস্থায় সদরপুর হাসপাতালে এবং তামিম হোসেন কে চরভদ্রাসন হাসপাতালে নেওয়া হয়। উভয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগন তাদের মৃত ঘোষনা করে।
এ ঘটনায় সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এব্যাপারে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল শরীফ বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ সদরপুর থানায় রয়েছে।