২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সাব্বির হাসান.সদরপুর॥
ফরিদপুরের সদরপুর উপজেলায় যানজট নিরসনে উপজেলার বিভিন্ন পর্যায়ের যানবাহন চালকদের নিয়ে মতবিনিময় সভা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার প্রায় তিনশত পরিবহন চালক অংশ নেয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, সদরপুর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সাল, কৃষি কর্মকর্তা বিধান রায়।
উপজেলার প্রধান প্রধান সড়কে যানজট নিরসনে বিভিন্ন পরিবহন চালকদের কে অবহিত করে ইউএনও বলেন, যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে সকলে একসাথে কাজ করতে হবে। নিদিষ্টস্থানে প্রতিটি পরিবহন রাখতে হবে। যত্রতত্র পাকিং বা সড়কের উপরে দাড়িয়ে কোনো ভাবেই যানজট সৃষ্টি করা যাবে না। অন্যথায় শূঙ্খলা বিরোধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।