৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালীবের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এসিল্যান্ড তানিয়া আকতার,উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আলমতাজ বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, সদরপুর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান রহিমা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সমবায়ী কাজী খলিলুর রহমানসহ স্থানীয় সমবায়ীবৃন্দরা।