২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান.সদরপুর.
ফরিদপুরের সদরপুর উপজেলায় “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শত-শত শিক্ষক শিক্ষিকার অংশগ্রহনে বর্ন্যাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র্যালীবের হয়। র্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ হাসিবুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।