২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান.
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তুমুল লড়াইয়ের মধ্যদিয়ে বিজয়ী হয়েছে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন।
আজ সোমবার দুপুর আড়াই’টার দিকে মোঃ শাহাদাৎ হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন কে হারিয়ে মোঃ শাহাদাৎ হোসেন ৬২৫ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ভোট।
অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আজ ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ফরিদপুরে জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোটদান। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১৮১। এর মধ্যে ১১৬৭জন ভোটার অংশ নেয়।
নির্বাচন কে ঘিরে ফরিদপুর জেলা প্রশাসক অতুল অতুল সরকার জানান, নির্বাচনকে ঘিরে র্যাব পুলিশ, আনসার ও বিজিবির চার
স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জুডিশিয়াল স্ট্রাইকিং ফোর্স কাজ করে।
ছবিঃ বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন।