৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি র্যালীবের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে “দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্য্যব্যবস্থা” প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার,উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, প্রকৌশলী মোঃ আওয়াল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সাংবাদিক সাব্বির হাসান,শিমুল তালুকদার প্রমুখ।