২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী মোঃ রেজাউল করিম ওরফে লিটন(৩২) কে আটক করেছে। লিটন ওই গ্রামের শেখ সালাউদ্দিনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে লিটনের বাড়ির একটি চৌচালা টিনের ঘর থেকে ২৮কেজি গাঁজা বস্তাবন্দি অবস্থায় জব্দ করে পুলিশ। পরে লিটন ও জব্দকৃত গাঁজা থানায় নিয়ে আসা হয়।
মাদ্রক বিক্রির সাথে তার ভাই মোঃ শরিফুল ইসলাম রিপন জড়িত থাকার দায়ে সদরপুর থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আরবীকুল ইসলাম বাদী হয়ে ৩৬এর (১) এর ১৯(গ)ধরায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৯।
এ ব্যপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং তার ভাই রিপন কে ঢাকা মহানগর পুলিশ অন্য মামলায় ইতোমধ্যে আটক করেছে। অপরাধী দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদরপুর থানায় মামলা দায়ের হয়েছে।