৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান.সদরপুর॥
ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের ঘোষিত সামাজিক উন্নয়ন মুুখী পদক্ষেপ হিসাবে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সদরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান কাজী জাফর এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। বক্তব্য শেষে উপস্থিত শতাধিক ব্যক্তিবর্গের মধ্যে তিনি সম্প্রীতির বন্ধনে এক হয়ে কাজ করতে সকল কে শপথপাঠ করান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেনসহ ইউনিয়নের মুসলিম,সনাতন ধর্মীরাসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।