২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ ও বিধিমালা-১৯৬২ এর আওতায় নিবন্ধিত সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি ১৫টি এতিমখানার নিবাসীদের অনুকূলে সদরপুরে ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় কিস্তির ছয় মাসের অনুদান বাবদ প্রায় ৪০লক্ষ টাকা ক্রসচেকের মাধ্যমে প্রতিষ্ঠান গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়।
আজ বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, আকোটের চর ইউনিয়ন চেয়ারম্যান আসলাম বেপারী, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মোফাজ্জেল হোসেন।
স্থানীয় সমাজসেবা অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলা ক্যাপিটেশন গ্র্যান্ট মনিটরিং কমিটির সার্বক্ষণিক তদারকি ও ব্যবস্থাপনায় অত্র উপজেলায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ২০২১-২২ অর্থ বছরে প্রায় ৮০লক্ষ টাকা এতিমখানার সভাপতি ও সম্পাদকের অনুকূলে প্রতিষ্ঠানের নিবাসীদের খোরাকী-পোষাক-ঔষধ ও অন্যান্য বাবদ বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা মনিটরিং কমিটির সুপারিশের ভিত্তিতে চরবন্দরখোলা এতিমখানার অনুকূলে বরাদ্দকৃত অর্থ সরকারের নিকট আইনি প্রক্রিয়ায় সমার্পন করা হয়েছে।।