২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুরে চুরিঘাতে হত্যাকারী যুবকের মূল আসামীদের আটক করেছে সদরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসামীদের আটক করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার।
আটককৃত হলেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মোঃ সিপন শেখ(২৬), মোঃ নজরুল ইসলাম(৪২), কামরান খা(১৯)।
উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক ২টার দিকে আটরশি দরবার শরীফ থেকে অটোযোগে সদরপুরে আসার পথে অটোর মধ্যে থাকা মোঃ শিহাব ফকির কে পূর্বপরিকল্পিত ভাবে ছদ্ধবেশ ধারন করে অটোতে অবস্থান নেয় হত্যাকারী সিপন শেখ ও তার সঙ্গীরা। সদরপুরের কালীখোলার এলাকায় আসলে অটো থামিয়ে চাকু দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করে শিহাব ফকির। ওই সময়ে অটোতে থাকা যাত্রীরা আতœচিৎকার করলে রাস্তায় চলমান লোকজন এগিয়ে আসায় আসামীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শিহাব ফকির কে সদরপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
হত্যা বিষয়ে জানা যায়, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় চারজন একত্রে চলাফেরা করতো। সম্প্রতি তাদের মধ্যে অভ্যান্তরিন দ্বন্ধ শুরু হয়। দ্বন্ধের জের ধরেই শিহাব ফকির কে হত্যা করে সিপন ও তার সঙ্গীরা। পূর্বপরিকল্পিত অনুযায়ী শিহাব কে নজরে রাখে হত্যাকারীরা। আটরশি দরবার শরীফের উরস শরীফ শুরু হলে অনুষ্ঠানে আসে শিহাব।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, ঘটনার পর থেকে আসামীদের ধরতে মাঠে নামে পুলিশ। দরবার শরীফের অনুষ্ঠান উপলক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ফুটেজসহ বিভিন্ন কৌশলে মৃল অপরাধীদের আটক করা হয়। আসামীদের আটক করে ফরিদপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। নিহত শিহাবের ভাই হত্যা মামলার