২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গুচ্ছ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে সদরপুর থানা পুলিশ ১কেজি গাঁজাসহ আটক দুই যুবক কে আটক করেছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককালে তাদের নিকট থেকে পলিথিনে থাকা এক কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের মৃত সাহা বেপারীর পুত্র রবিউল বেপারী ও চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা গ্রামের মৃত মেঘু মোল্যার পুত্র হাসান মোল্যা। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে সদরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদের ফরিদপুর কোট হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।